সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনে ফিক্সিং বন্ধ করার কথা বলেছেন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। সকাল সোয়া ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি নির্বাচন কমিশন অফিসে এসে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ তোলেন হস্তক্ষেপের। বলেন, ‘আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোন নির্বাচন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তা-ই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট...