শহরের রাস্তাঘাট কিংবা গ্রামীণ জনপথ; যেদিকেই তাকান, চোখে পড়বে বৈদ্যুতিক তারে সারি সারি পাখি বসে আছে। কখনো একসঙ্গে অনেকগুলো, আবার কখনো দু-একটা একা একা। দৃশ্যটা যেমন পরিচিত, তেমনি কৌতূহলও জাগায়— পাখিরা কেন বারবার তারের ওপর বসে? আর তার চেয়েও বড় প্রশ্ন, তাদের শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না কেন? কেন তারা শকে মারা যায় না? এই রহস্যময় প্রশ্নের জবাব খুঁজেছেন বিজ্ঞানীরা, আর সেই ব্যাখ্যা বেশ চমকপ্রদ।কেন পাখিরা শক খায় না?এটি বোঝার জন্য প্রথমে জানতে হবে বিদ্যুৎ কীভাবে কাজ করে। যখন বিদ্যুৎ কোনো কন্ডাক্টরের (যেমন তারের) ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন সেটি সবচেয়ে কম প্রতিবন্ধকতার পথ বেছে নেয়। বৈদ্যুতিক তারের ভেতরে থাকে তামার তার, যা বিদ্যুৎ প্রবাহকে অবিরাম গতিতে এগিয়ে দেয়।একটি পাখি যখন তারের ওপর বসে, তখন তার দুই পা একই...