পুঁজিবাজারে স্বচ্ছতা, বিনিয়োগকারীদের আস্থা অর্জনসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের জন্য অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আয়োজিত দুই দিনব্যাপী (২৯ ও ৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ডিএসই পরিচালক একথা বলেন। সব ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার প্রতিষ্ঠা সম্ভব জানিয়ে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে গ্রাহক পরিচিতি নিশ্চিত করা এবং ঝুঁকি-ভিত্তিক গ্রাহক যাচাই, সন্দেহজনক...