পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৫ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০২৪-২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ টাকা ২৭ পয়সা। আগের ২০২৩-২০২৪ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২১ টাকা ৪৬ পয়সা। আলোচিত সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২৩ টাকা ১৬ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১২ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২৫ টাকা...