কয়েক মাসের সীমিত বেটা টেস্টিং শেষে হোয়াটসঅ্যাপ অবশেষে আইওএস ডিভাইসে লাইভ ফটো শেয়ার করার সুবিধা চালু করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও একই ফিচারটি পাবেন ‘মোশন ফটোস’ নামে। আইওএস-এর লাইভ ফটো একটি ছবি তোলার আগে ও পরে দেড় সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে, যাতে ব্যবহারকারীরা চাইলে ফটো এডিট করতে পারেন, অন্য ফ্রেম বেছে নিতে পারেন বা মজার কোনো ইফেক্ট যোগ করতে পারেন। প্রযুক্তি সাইট নিওউইন লিখেছে, গুগলের অ্যান্ড্রয়েড মোশন ফটোও একইভাবে কাজ করে। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে লাইভ ফটো শুধু স্থিরচিত্র বা নিম্নমানের জিআইএফ আকারে পাঠানো যেত, তাও আবার কোনো শব্দ ছাড়া। তবে নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে লাইভ ফটো আসল ফরম্যাটে গতি ও শব্দসহ শেয়ার করা যাবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই। যখন কোনো লাইভ ফটো হোয়াটসঅ্যাপে পাঠানো হবে ছবির ভিউয়ারে একটি লাইভ ফটো আইকন দেখা...