নিজস্ব প্রতিবেদক : বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। অধ্যাপক আসিফ নজরুল বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন সেটি স্থায়ী হবে নাকি অস্থায়ী তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে বর্তমানে আমি কোনো সম্ভাবনা দেখছি না যে, আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তাড়াতাড়ি তুলে নেওয়া হবে।” বুধবার (১ অক্টোবর) বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বরিশাল সার্কিট হাউজে পৌঁছে অধ্যাপক আসিফ নজরুল নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। প্রসঙ্গত, সম্প্রতি জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন কথাও...