নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যায়সংগত ও টেকসই বেতন কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন ২০২৫ জনসাধারণের কাছ থেকে মতামত গ্রহণ শুরু করেছে। এজন্য কমিশন চারটি আলাদা প্রশ্নমালা প্রকাশ করেছে, যেখানে মোট ৩২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। তারা কমিশনের নির্ধারিত ওয়েবসাইট paycommission2025.gov.bd-তে গিয়ে প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন। মূলত সরকারি বেতন কাঠামোকে সময়োপযোগী ও কার্যকর করার লক্ষ্যে যেসব দিকগুলো বিবেচনায় আনা প্রয়োজন—তা নিয়েই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় কয় বছর পর পর বেতন বাড়ানো উচিত? বেতন কাঠামো নির্ধারণে আরও কী কী বিষয় বিবেচনায় নেওয়া উচিত? ৪. নির্ধারিত ক্যাটাগরি (যেমন: নাগরিক / সরকারি কর্মকর্তা) বাছাই করুন কমিশন জানিয়েছে, প্রাপ্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতেই তারা সরকারের কাছে সুপারিশ পেশ করবে। পরামর্শদাতার ব্যক্তিগত তথ্য কেবল দাপ্তরিক কাজে ব্যবহার করা হবে। জাতীয় বেতন...