১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচ শুরুর আগে মঞ্চে ছিলেন দুই দেশের সঙ্গীতশিল্পীরা। ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ পরিবেশন করেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তার সঙ্গে দাঁড়ান ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। এরপর শ্রীলঙ্কার জাতীয় সংগীত ‘শ্রীলঙ্কা মাথা’ পরিবেশন করেন সাদা পোশাক পরিহিত এক শিল্পী। মুহূর্তেই সেই গান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই জানতে চান, কে এই শিল্পী? তার নাম নুয়ান্ধিকা সেনারত্নে। তিনি মূলত একজন প্লেব্যাক সিঙ্গার। তবে প্লেব্যাক ছাড়াও সোপ্রানো অপেরা ও গজল পরিবেশনায় সমান দক্ষ। জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘দোরানা ড্রিম স্টার’-এ অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন। নবম আসরে তিনি প্রথম রানার-আপ হয়েছিলেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, নুয়ান্ধিকা ১৯৯৩ সালের ২৩ জুন জন্মগ্রহণ করেন। তিনি কলম্বোর ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং...