টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের সুবাধে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করার রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছরের রেকর্ড ভেঙে ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই বাঁহাতি ওপেনার। এর আগে ২০২০ সালে ইংল্যান্ডের ডেভিড মালান অর্জন করেছিলেন সর্বোচ্চ ৯১৯ পয়েন্ট। মাত্র এক বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়েই ব্যাট হাতে দুর্দান্ত ভারতের এই ওপেনার। ২৫ বছর বয়সী এই ব্যাটার এশিয়া কাপে ৪৪.৮৫ গড়ে করেছেন ৩১৪ রান। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাটিং র্যাংকিংয়ে এখন দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ পয়েন্ট এগিয়ে অভিষেক। ভারতের তিলক ভার্মা ২১৩ রান করে তৃতীয় স্থানে আছেন। এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে এই তালিকায় উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ২৬১ রান...