টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি করলেন। সেটাও দলের চরম বিপদের মুখে। কিন্তু ২৩ বছর বয়সী টিম রবিনসন শেষ হাসি হাসতে পারলেন না। মিচেল মার্শের ৮৫ রানের ঝড়ে বিফলে গেলো রবিনসনের শতরান। মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না নিউজিল্যান্ড। অসিরা ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ২১ বল হাতে রেখে। টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রথমেই বিপদে পড়ে কিউইরা। সেখান থেকে টিম রবিনসনের দুর্দান্ত লড়াকু সেঞ্চুরি। ৬৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন রবিনসন। ড্যারিল মিচেল ২৩ বলে ৩৪, বেভন জ্যাকবস ২১ বলে ২০ রান করেন। জবাবে ৩৩ বলে ৫৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দেন মিচেল মার্শ আর...