জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা ‘নোট অফ ডিসেন্ট’ দিয়ে ক্ষমতায় আসতে চায়- তাদের দ্বারা সংস্কার নয়, বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক।বুধবার (০১ অক্টোবর) সকালে জাগপার পল্টনস্থ কার্যালয়ে ৭ দাবি আদায়ে ১২ দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ করছি, কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারেন না বলে ক্রমাগত মন্তব্য করছেন। তারা যেই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করেছেন, সেখানে অঙ্ক ছিল না? পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করেননি? বিএনপি এক সময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে,...