অস্ট্রেলিয়ার মাটিতে ঝড় তুলেছেন ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই যুব টেস্টে তিনি রীতিমতো তাক লাগানো ইনিংস খেলেছেন। প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ বলে ১১৩ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। ৭৮ বলে শতক পূর্ণ করা বৈভবের ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা। তার ব্যাটে ভর করেই ভারত ১৫২ রানের জুটি গড়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষেই যুব ওয়ানডে সিরিজে ইতিহাস গড়েছেন বৈভব। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে সর্বাধিক ছক্কার মালিক হয়েছেন। শুধু তাই নয়, ২০২৪ সালের জানুয়ারিতে ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশের পর মাত্র ১৩ বছর বয়স থেকেই ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির গড়তে শুরু করেন এই কিশোর প্রতিভা। ২০২৪ সালের নভেম্বরে ১.১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস তাকে দলে ভেড়ায়। ২০২৫ সালের ১৯ এপ্রিল...