ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখা প্রেসক্রিপশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালত বলেছে, ‘পড়তে সুবিধাজনক চিকিৎসা প্রেসক্রিপশন রোগীর মৌলিক অধিকার’, কারণ ভুল পড়া প্রেসক্রিপশন জীবন-মরণ পরিস্থিতিতে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ঘটনার সূত্রপাত একটি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত মামলার শুনানি থেকে। শুনানির সময় বিচারপতি জশগুরপ্রীত সিংহ পুরি লক্ষ্য করেন, সরকারি চিকিৎসকের লেখা মেডিকো-লিগ্যাল রিপোর্ট এতটাই অস্পষ্ট যে তা পড়া প্রায় অসম্ভব। তিনি মন্তব্য করেন, “প্রযুক্তি সহজলভ্য হওয়া সত্ত্বেও সরকারি ডাক্তাররা এমন প্রেসক্রিপশন লিখছেন যা কেবল কিছু ফার্মাসিস্ট ছাড়া আর কেউ বুঝতে পারে না।” ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শহরে অনেক ডাক্তার ইতিমধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করলেও গ্রামীণ ও ছোট শহরে অস্পষ্ট হাতের লেখা এখনও সাধারণ বিষয়।সংগঠনের সভাপতি ডা. দিলীপ ভানুশালী বলেন, “দিনে সাতজন রোগী দেখলে স্পষ্ট লেখা সম্ভব,...