প্রিমিয়ার লিগে তিন দিন আগেই শেষ মুহূর্তের গোলে হারের তেতো স্বাদ পেয়েছিল লিভারপুল। জয়ে ফেরার প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মাঠে নামলেও সেই স্বাদ আরও একবার পেল তারা।এবার তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে হেরে ফিরতে হলো ইংলিশ জায়ান্টদের। গতকাল রাতে ঘরের মাঠে লিগ পর্বের ম্যাচে ১-০ গোলে জয় পায় গালাতাসারাই। নির্ধারক একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে, সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। ম্যাচ শুরুর আগে গালাতাসারাই সমর্থকেরা স্টেডিয়ামে ব্যানার উন্মোচন করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। ব্যানারে লেখা ছিল, “Free Palestine” এবং “Let Gaza Babies Live”। এই সময়ের মধ্যে ইউরোপের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলকে সব ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তুরস্ক। তুরস্ক ফুটবল ফেডারেশন ফিফা ও উয়েফার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে, যেখানে ফিলিস্তিনের গাজায় চলমান...