দীর্ঘ দুই বছর চুটিয়ে প্রেমের পর ২৭ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। পাত্র মার্কিন সংগীত প্রযোজক, গীতিকার ও লেখক বেনি ব্ল্যাঙ্কো। ৩৩ বছর বয়সী এই গায়িকার স্বামী বেনি তার চেয়ে চার বছরের বড়। ছবি: ইনস্টাগ্রাম থেকে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আয়োজনে কাছের মানুষদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সেলেনা-বেনি দম্পতি। সেলেনা গোমেজ ইনস্টাগ্রামে তাদের বিয়ের দিনের ছবি ও ভিডিও শেয়ার করে শুধু লিখেছেন, ‘৯.২৭.২০২৫’। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নবদম্পতি একে অন্যের হাত ধরে আলিঙ্গন করছেন, চুমুর মাধ্যমে ভালোবাসা প্রকাশ করছেন। বিয়েতে বর-কনে দুজনেই বিখ্যাত ব্র্যান্ড র্যালফ লরেনের পোশাক পরেছিলেন। সেলেনার বিয়ের...