এশিয়া কাপ শেষ হলেও এর বির্তক যেন শেষ হচ্ছে না। ফাইনালে ট্রফি না নেওয়া, ম্যাচ শেষে বিতর্কিত বক্তব্য দেওয়া এগুলোই এখনো টিকিয়ে রেখেছে এশিয়া কাপকে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখনো আলোচনায় এশিয়া কাপ। এবার পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করতে যাচ্ছে ভারত।আনুষ্ঠানিকভাবে পাক অধিনায়ক সালমান আলি আগার বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান যে বক্তব্য দিয়েছে তার জন্যই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।ফাইনাল শেষে পাকিস্তানের অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের গোটা দল ম্যাচ ফি’র পুরোটাই সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যারা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ভারতীয় গণমাধ্যমের খবর, পাক অধিনায়কের মন্তব্য শুধু বিতর্কিতই নয় একই সাথে রাজনৈতিকও। বিসিসিআই মনে করছে, সালমানের মন্তব্যটি স্পর্শকাতর বিষয় নিয়ে। এটি আচরণবিধিও লঙ্ঘন করে। শুধু তা-ই নয়,...