দুবাইয়ের আকাশছোঁয়া স্কাইলাইন আরও ঝলমলে হয়ে ওঠে, যখন বলিউড সেনসেশন নোরা ফাতেহি মঞ্চে হাঁটলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নতুন ব্রাইডাল কালেকশনের শোস্টপার হয়ে। ছবি: নোরার ইনস্টাগ্রাম থেকে গাঢ় গারনেট ভেলভেটের ওপর সোনালি-রুপালি জরির কারুকাজে তৈরি লেহেঙ্গা নোরাকে এনে দিল রাজকীয় আভিজাত্যের রূপ। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘ইনায়া ব্রাইডাল গারনেট লেহেঙ্গা’। ভেলভেট কাপড়ে জারদৌজি, সিকুইন, মুক্তো আর রেশমি সুতা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল ফুল, লতা ও নানা শৈল্পিক নকশা। প্রশস্ত নিচের বর্ডারে ঘন অলংকরণ পুরো সাজে যুক্ত করেছে শোভা, আর জ্যামিতিক নকশার ব্লাউজের সঙ্গে হালকা মেরুন দোপাট্টা দিয়েছে শৈল্পিক ভারসাম্য। নোরার লুক সম্পূর্ণ হয় মনীশ মালহোত্রার ব্রাইডাল জুয়েলারিতে। পান্না ও হিরার সংমিশ্রণে তৈরি চোকার, টিকলি, দুল আর হাত ফুলে ব্যবহৃত হয়েছে ২০০ ক্যারেটেরও বেশি রত্ন। গাঢ় ভেলভেট লেহেঙ্গার সঙ্গে সবুজ...