অ্যানথ্রপিক তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড সনেট ৪.৫ উন্মোচনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির দাবি, এই মডেল কোডিং, কম্পিউটার ব্যবহার, ব্যবসায়িক প্রয়োজনে কাজ করা এবং সাইবার সিকিউরিটি, ফাইন্যান্স ও গবেষণার মতো বিশেষায়িত খাতে আগের যে কোনো ভার্সনের চেয়ে আরও দক্ষ। অ্যামাজন সমর্থিত এই স্টার্টআপের মূল্য বর্তমানে ১৮ হাজার তিনশ কোটি ডলার। নতুন মডেলটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। অ্যানথ্রপিক বলছে, ক্লড সনেট ৪.৫ হলো বিশ্বের সেরা কোডিং মডেল। এটি এসডব্লিউই বেঞ্চ ভেরিভায়েড এর মতো ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কে প্রমাণিত হয়েছে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞান কর্মকর্তা জ্যারেড কাপলান এক সাক্ষাৎকারে বলেন, “মানুষ বুঝতে পারছে এই মডেল শুধু স্মার্টই নয় বরং সহকর্মীর মতো। সমস্যার সমাধান করতে গিয়ে এর সঙ্গে কাজ করাটা অনেক মজার।” মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, নতুন মডেলটি আগের তুলনায় উন্নতমানের কোড তৈরি...