ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছে গেছে ইতিহাসের অন্যতম সাহসী মানবিক মিশন গ্লোবাল সমুদ ফ্লোটিলা। ৪৪টি জাহাজের এই বহরে আছেন শত শত আন্তর্জাতিক কর্মী।চিকিৎসা ও খাদ্যসহ মানবিক সহায়তা নিয়ে তারা এগিয়ে চলেছেন গাজার ওপর আরোপিত অবৈধ অবরোধ ভাঙতে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে গাজা উপকূলে পৌঁছাবেন তারা। বুধবার (১ অক্টোবর) আয়োজকরা নিশ্চিত করেছেন, বহরটি এখন মিশরের উত্তর উপকূল অতিক্রম করছে। গন্তব্য থেকে তারা মাত্র ১২১ নটিক্যাল মাইল (প্রায় ২২৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে। মানবিক সহায়তা ও আন্তর্জাতিক কর্মীদের বহন করা এই বহরকে আটকাতে ইসরায়েলি নৌবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কেননা, দখলদাররা আগেই জানিয়েছে, তারা গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে যেকোনো মূল্যে আটকাবে। ফ্লোটিলার মাঘরেব বহরের মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমরা গাজার আরও কাছে পৌঁছে গেছি। আগের ফ্লোটিলাগুলোয় যেখানে...