কয়েক দশক আগে আফগানিস্তানের শিখ ও হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিলো প্রায় আড়াই লাখ। বর্তমেন তা কমতে কমতে সাতশো-এর নিচে নেমে এসেছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে হামলার ঘটনা বেড়েছে। ফলে নিরাপত্তারহীনতা থেকে শিখ ও হিন্দু ধর্মের লোকেরা আফগানিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। হামদর্দ নামের একজন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা আফগানিস্তানে থাকতে পারছেন না। ২০২২ সালের মার্চ মাসে শিখ মন্দিরে ইসলামিক স্টেটের হামলায় হামদর্দের বোন, ভাতিজা এবং শ্যালকসহ অন্তত ২৫ জন শিখ ধর্মাবলম্বী মারা গিয়েছেন৷আরো পড়ুন:সঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো?মানুষকে গোসল করিয়ে শুকিয়ে দেবে মেশিন হামদর্দ মনে করেন, নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া নিজের মাকে ছেড়ে যাওয়ার মতোই। তারপরেও অনেকে মাতৃভূমির মায়া ত্যাগ করে অন্যান্য দেশে চয়ে যাচ্ছেন। এমনকি তারও পরিকল্পনা রয়েছে আফগানিস্তান ছেড়ে যাওয়ার। শিখ এবং হিন্দু...