ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে জুবিনের মৃত্যুকাণ্ডে ড্রামার শেখর জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিঙ্গাপুরে ইয়ট ভ্রমণের সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, সিঙ্গাপুরের নর্থ ইস্ট...