বলিউড অভিনেত্রী সোনম কাপুর কিছুদিন আগেই একমাত্র ছেলের তিন বছরের জন্মদিন পালন করেন। এবার শোনা যাচ্ছে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই মডেল-অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা বলছে, ইতিমধ্যেই গর্ভাবস্থার বেশ কয়েকদিন অতিক্রম করেছেন অভিনেত্রী। অনিলকন্যার ঘনিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, সোনম তার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে আছেন, এবং দ্বিতীয়বার সন্তানের আগমনে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন উভয় পরিবার। দম্পতির ঘনিষ্ঠ সূত্র আরও নিশ্চিত করেছে যে, অচিরেই সুখবর ঘোষণা করা হতে পারে। এর আগে গেল মাসে সোনমের গর্ভাবস্থার গুঞ্জন উঠেছিল। সেসময় বিমানবন্দরে সোনমকে ব্যাগি প্যান্ট এবং ঢিলেঢালা ধূসর বোতাম-ডাউন শার্ট পরা দেখে নেটিজেনরা নিশ্চিত ছিলেন যে সোনম অন্তঃসত্ত্বা। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।...