বিগত সময়ে অনিয়মের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই শুধুমাত্র সিভি জমা দিয়েই বিপুলসংখ্যক কর্মী নিয়োগ প্রদান করা হয়েছিল— কামাল উদ্দীন জসিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক আদালত ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা, আদালত বা আইন অবমাননার ঘটনা ঘটেনি— নজরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক দক্ষ কর্মী রাখতে নজিরবিহীন শুদ্ধি অভিযান চলছে ইসলামী ব্যাংকে। বেসরকারি এই ব্যাংকটিতে নতুন চালু করা ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষায় অংশ না নেয়ায় চাকরিবিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার জনকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা পেলেও বর্তমানে তারা নির্দিষ্ট কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। ব্যাংক সংশ্লিষ্টদের মতে, ২০১৭ সালে চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়ার পর বহু কর্মীকে...