০১ অক্টোবর ২০২৫, ০২:০১ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে বড় ধাক্কা এল দেশের ক্রিকেটে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল হঠাৎ করেই এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, তার পদক্ষেপ অনুসরণ করে আরও বেশ কয়েকজন প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন। তামিমের মতে, এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি "কালো অধ্যায়" হয়ে থাকবে। বুধবার (১ অক্টোবর) সকালে তামিম ইকবাল তার মনোনয়ন প্রত্যাহার করেন। এর পরপরই আরও ১১ জন প্রার্থী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম জানান, এই নির্বাচন আসলে নির্বাচন নয়, বরং "ফিক্সড" প্রক্রিয়া। তিনি স্পষ্ট করে বলেন, তিনি এবং অন্য যারা সরে দাঁড়িয়েছেন, তারা দেশের ক্রিকেটকে অপমান করার...