এশিয়া কাপে সাইফ হাসানের চমৎকার ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। বোলারদের মধ্যে এগিয়েছেন রিশাদ হোসেন। যথারীতি বুধবার প্রকাশিত আইসিসির পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ৪৫ ধাপ এগিয়েছেন সাইফ। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর বোলারদের...