যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর প্রভাবে বুধবার (১ অক্টোবর) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং ডলারের মান কমেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, নিরাপদ বিনিয়োগের আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল নতুন অর্থায়ন বিল নিয়ে একমত হতে না পারায় সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে। এতে অনেক ফেডারেল কর্মীকে সাময়িক ছুটিতে থাকতে হচ্ছে। পাশাপাশি, শেয়ারবাজারেও এর নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ও নাসডাক ফিউচার সূচক ০.৫ শতাংশ নেমে এসেছে। বুধবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৭৫ ডলারে উঠে টানা তিন সেশনে রেকর্ড গড়ে। তবে ইউরোপীয় ফিউচার মার্কেটে তেমন কোনো ওঠানামা দেখা যায়নি। ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, সাধারণত শাটডাউনকে বাজারের জন্য বড় ঝুঁকি হিসেবে...