কমিশনের অবস্থানপ্রশ্নমালার শুরুতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫-এর অন্যতম লক্ষ্য হলো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি টেকসই ও ব্যাপকভিত্তিক বেতন কাঠামো প্রণয়ন করা।কমিশনের ভাষ্য, এই কাঠামো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও সামগ্রিক উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আর নাগরিকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই তারা একটি ন্যায়সংগত ও কার্যকর বেতন কাঠামোর সুপারিশ তৈরি করতে পারবে।এর আগে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এরই মধ্যে কাজ শুরু করেছে। একটি ন্যায়সংগত ও কার্যকর বেতন কাঠামোর সুপারিশ তৈরি করার লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চারটি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে—চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটি।...