নিজেকে যুদ্ধ ও সংঘাতের মীমাংসাকারী হিসেবে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পেলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। একই সঙ্গে দেশের অপরাধ ও অভিবাসন সমস্যাকে 'অভ্যন্তরীণ যুদ্ধ' হিসেবে উল্লেখ করে তিনি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন ট্রাম্প। খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্প বলেন, `আমি কি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা এটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।' তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ভেতর থেকে যুদ্ধের মুখোমুখি, যার মূল কারণ অপরাধ প্রবণতা ও অভিবাসন সমস্যা। এ পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে আয়োজিত ওই...