শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তামিম ইকবালসহ আরও অন্তত ১৫ জন প্রার্থী। বুধবার দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত ছিল। সময়সীমা শেষ হওয়ার আগেই তিনটি ক্যাটাগরি থেকে একযোগে সরে দাঁড়ান তারা। মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমের সামনে এসে ক্ষোভ ঝাড়লেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনী প্রক্রিয়াকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও এটা ডিজার্ভ করে না। আমি জানি না সবাই স্বীকার করবেন কি না, কিন্তু আজকে আরও অনেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন। তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে, থামানো হয়েছে। না হলে সংখ্যা আরও বড় হতো।” তামিমের দাবি, মাত্র একদিনেই ১৫ জন প্রার্থী সরে দাঁড়ানো একটি বড় ইঙ্গিত। তার ভাষায়, “প্রায় ফিফটিন পার্সেন্ট প্রার্থী সরে...