বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তামিম ইকবাল। একসময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার সরে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল গতকাল থেকেই। আজ সে গুঞ্জন সত্যি হলো শেষমেশ। বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৬ অক্টোবর। তবে তার আগে আজ বুধবার দুপুর ১২টায় ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। ঠিক এই সময় এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন তামিম ইকবাল। তিনি ছাড়াও সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল, সিরাজ উদ্দিন আলমগীরদের মতো প্রার্থীরাও নিজেদের সরিয়ে নেন নির্বাচন থেকে। এই বিষয়ে তামিম এরপর মুখ খুলেছেন। তামিম কেন সরে যাচ্ছেন, তা নিয়ে সরাসরি কিছু না বললেও তিনি...