আজ বিশ্ব কফি দিবস। এই দিন পালন করার সবচেয়ে সহজ উপায় হলো এক কাপ মজাদার কফি পান করা। জনপ্রিয় কফির তালিকায় আছে—এসপ্রেসো, ক্যাপুচিনো, লাতে, ফ্র্যাপুচিনো, মোকা, অ্যামেরিকানো এবং আফোগাতো কফির নাম। প্রত্যেক কফির ভিন্ন স্বাদ রয়েছে। যা পান করে বিশেষ অভিজ্ঞতা পাওয়া যায়। প্রচলিত আছে, নবম শতকে এক রাখাল লক্ষ্য করেছিল, তার ছাগল কফির বীজ খেয়ে বেশ চনমনে হয়ে যায়। ১৫শ শতকে কফি আরব বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। তারপর ছড়িয়ে পড়ে এশিয়া, ইউরোপ হয়ে আমেরিকা পর্যন্ত। আধুনিক কফি সংস্কৃতির সূচনা হয় মাত্র পঞ্চাশ বছর আগে, যখন থার্ড ওয়েভ কফি শপ আসতে শুরু করে।আরো পড়ুন:এক কাপ কফির দাম ৮২ হাজার ৮৫৪ টাকাইনস্ট্যান্ট কোল্ড কফি পান করলে যা হয় আন্তর্জাতিক...