চিকিৎসক তথা ডাক্তারদের হাতের লেখা নিয়ে কঠোর নির্দেশ দিয়েছেন ভারতের দুটি আদালত। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পড়তে পারা যায়- এমন প্রেসক্রিপশন পাওয়া রোগীর মৌলিক অধিকার। কারণ এটি জীবন-মৃত্যুর প্রশ্ন নির্ধারণ করতে পারে। ঘটনাটি উঠে আসে একটি মামলার শুনানিতে। অভিযোগ ছিল- ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির। অভিযুক্ত ব্যক্তি জামিন চাইলে বিচারপতি জসগুরপ্রীত সিংহ পুরি মামলার মেডিকো-লিগ্যাল রিপোর্ট দেখেন। কিন্তু সরকারি চিকিৎসকের তৈরি সেই রিপোর্ট একেবারেই পড়া যাচ্ছিল না। নিজের আদেশে বিচারপতি লিখেছেন, এটি আদালতের বিবেককে নাড়িয়ে দিয়েছে, কারণ একটি শব্দও পাঠযোগ্য ছিল না। বিবিসি যে কপি দেখেছে, তাতে রিপোর্টের সঙ্গে দুই পৃষ্ঠার প্রেসক্রিপশন যুক্ত ছিল- যেটি কেবল অদৃশ্য আঁকিবুঁকির মতো। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের প্রযুক্তির যুগে যখন কম্পিউটার সহজলভ্য, তখনো সরকারি ডাক্তাররা হাতের লেখা প্রেসক্রিপশন দিচ্ছেন।...