ভারতের নতুন কিশোর সেনসেশন বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। মাত্র ১৪ বছর বয়সে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে রেকর্ড সেঞ্চুরি করেছেন এই ওপেনার। অস্ট্রেলিয়ার করা ২৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বৈভব। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৮৬ বলে ১১৩ রান। নয়টি চার ও আটটি ছক্কায় সাজানো ছিল এই দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ছয় ও চার মেরে। এই ইনিংস যুব টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন কেবল তারই অধিনায়ক আয়ুষ মাথরে, যিনি এ বছরই ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ বলে সেঞ্চুরি করেছিলেন। আরও বড় কৃতিত্ব হলো, বৈভব মাত্র ১৪ বছর ১৮৮ দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যুব টেস্ট সেঞ্চুরি করা...