কোম্পানির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক। মঙ্গলবার স্পটিফাই বলেছে, সিইও পদ থেকে সরে গিয়ে কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ড্যানিয়েল। স্টকহোমভিত্তিক স্ট্রিমিং জায়ান্টটি বলেছে, ড্যানিয়েলের স্থলাভিষিক্ত হবেন কোম্পানিটির প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা গুস্তাভ সোদারস্ট্রম এবং প্রধান বাণিজ্য কর্মকর্তা অ্যালেক্স নরস্ট্রম। তারা কোম্পানিটির কো-সিইও হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে স্পটিফাইয়ের কো-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছে এ জুটি। ১ জানুয়ারি থেকে তারা নতুন দায়িত্বে যোগ দেবেন। স্পটিফাই বলেছে, ২০২৩ সাল থেকে স্পটিফাই যেভাবে কাজ করছে এ পদক্ষেপের মাধ্যমে তা এখন আরও ‘আনুষ্ঠানিকভাবে’ নিশ্চিত করা হল, যেখানে কোম্পানির বড় বড় পরিকল্পনা গঠন এবং দৈনন্দিন কাজের বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে আসছিলেন গুস্তাভ সোদারস্ট্রম ও অ্যালেক্স নরস্ট্রম। ড্যানিয়েল বলেছেন, এরইমধ্যে ‘প্রতিদিনের ব্যবস্থাপনা ও কৌশলগত দিকনির্দেশনার বড়...