এশিয়া কাপ ফাইনালের পর দেওয়া মন্তব্যের জন্য সমস্যায় পড়তে পারেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। ভারতীয় ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আমাদের গোটা দল ম্যাচ ফি-র পুরোটাই আমাদের সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যারা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ জাগরণ ডট কমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই মনে করছে এই মন্তব্য শুধু বিতর্কিতই নয়, রাজনৈতিকও। বোর্ডের একটি সূত্র জানায়, সালমানের মন্তব্য সংবেদনশীল বিষয় ছুঁয়ে গেছে এবং এটি আচরণবিধি ভঙ্গের শামিল। ভারতের নাম সরাসরি যুক্ত করায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কারণ হতে পারে। এর আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, এশিয়া কাপ থেকে পাওয়া নিজের ম্যাচ ফি তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের জন্য দান করছেন।...