আহান পান্ডে ‘সাইয়ারা’ ছবিতে তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বি-টাউনে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন। এই নবাগত তারকা মিষ্টি চেহারা আর বোল্ড লুক দিয়ে দর্শকের হৃদয় ইতোমধ্যে জয় করেছেন। পর্দায় তার রোমান্সের জাদু তাকে করে তুলেছে বলিউডের পরবর্তী বড় নাম। অনীত পাড্ডার সঙ্গে তার রসায়ন আমরা ভীষণ উপভোগ করেছি, তবে আজকের আয়োজনে থাকছে রুপালি পর্দার আরও ৫ জন তরুণ অভিনেত্রীদের নাম , যাদের সঙ্গে আহানের জুটি জমে উঠতে পারে।লিখেছেন তামজিদ হোসেন।শানায়া কাপুরমাত্র একটি ছবিতে (আঁখো কি গুস্তাখিয়ান) অভিনয় করেই শানায়া কাপুর এরই মধ্যে তার প্রজন্মের অন্যতম ভালো অভিনেত্রী হিসেবে আখ্যা পাচ্ছেন। মুখে শিশুসুলভ নিষ্পাপ ভাব, আর অভিনয়ে তার আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস আহান পান্ডের সঙ্গেও বেশ মানিয়ে যায়। যদি তারা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেন, তবে নিশ্চিতভাবেই তারা হয়ে উঠবেন বড় পর্দার সেরা...