১৯৯৯ সালের ১ অক্টোবর যখন চ্যানেল আই যাত্রা শুরু করল, তখন আমরা কেবল একটি চ্যানেল গড়তে চাইনি, আমরা চেয়েছিলাম একটি দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে। যেখানে সত্য, সৌন্দর্য, সংস্কৃতি, এবং মানুষের গল্পগুলো নান্দনিকভাবে বলার সুযোগ থাকবে। সেদিন যে ছোট্ট বীজ রোপণ করা হয়েছিল, আজ তা পরিণত হয়েছে একটি ছায়া দেওয়া মহীরুহে। এই ২৬ বছরের পথচলা ছিল উৎসর্গ, ত্যাগ, নিরলস পরিশ্রম আর প্রতিদিন নতুন কিছু শেখার অভিজ্ঞতা। সময়ের সাথে সাথে এই জায়গাটা শুধু আমার কর্মস্থল হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছে আমার প্রেরণা, আমার শেখার ক্ষেত্র, আমার ভালোবাসার জায়গা। আমি সৌভাগ্যবান, কারণ শুরু থেকেই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ এর আবদুর রশিদ মজুমদার , এনায়েত হোসেন সিরাজ ,জহির উদ্দিন মাহমুদ মামুন ,ফরিদুর রেজা সাগর,মুকিত মজুমদার বাবু ,রিয়াজ আহমেদ খান এবং শাইখ সিরাজ...