জার্মানির রাজধানী বার্লিনের শহর কর্তৃপক্ষ কবুতরের সংখ্যা কমানোর চেষ্টা করছে। কারণ, কবুতরের জন্য শহরে ময়লার পরিমাণ বাড়ছে। জার্মানির আরো অনেক শহর একই চেষ্টা করছে। তবে এখনো কবুতরের সংখ্যা কমাতে পুরো সফল, এমন কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি। কবুতরকে অনেকে উড়ন্ত ইঁদুর বলে ডাকেন, আর অন্যরা তাদের পোষা প্রাণী মনে করেন। জার্মানির বার্লিনে কয়েক লাখ কবুতর বাস করে। ডরিন রোটে ১৪ বছর ধরে শহরের কেন্দ্রে কবুতরদের খাওয়াচ্ছেন। এর ফলে কবুতরদের মানুষের কাছ থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে বলে মনে করেন তিনি। রোটে জানান,‘তারা শুধু শস্য খায়। আমরা যদি তাদের না খাওয়াই তাহলে তারা যেখানে লোকজন খাওয়া-দাওয়া করে সেখানে যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে ঢুকে যেতে পারে। কবুতর সারাক্ষণ মানুষের পায়ের মাঝে খাবার খোঁজে, যা অনেকে পছন্দ করেন না। এটা কবুতরের জন্যও ভালো...