প্রযুক্তি কোম্পানি অ্যাপলের তৈরি ছোট ট্র্যাকিং ডিভাইস ‘এয়ার ট্যাগ’ আবারও কার্যকর প্রমাণ হলো। যুক্তরাজ্যে এই ডিভাইসের সংকেত অনুসরণ করে পুলিশ চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সরাসরি চোরের শোবার ঘর থেকে। লেস্টার মার্কারির এক প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের মালিক আগেভাগেই সিটের নিচে একটি এয়ার ট্যাগ বসিয়ে রেখেছিলেন। চুরি হওয়ার পর মালিক সেটির সংকেত ট্র্যাক করেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চোরের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষ স্বীকার করেছেন। এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে যুক্তরাষ্ট্রে একাধিক মোটরসাইকেল চুরি হওয়ার পর এয়ার ট্যাগের মাধ্যমে চোরদের সন্ধান মেলে। মিসৌরিতে একটি ঘটনায় পুলিশ বাইক উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করে। যদিও চুরির কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তরা বাইক থেকে এয়ার ট্যাগ সরিয়ে ফেলেছিল বলে জানিয়েছিল তদন্ত কর্মকর্তারা।...