জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আমীরের শারীরিক খোঁজ-খবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতা কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত...