সংঘাতের মধ্যেই ইউক্রেনে বৈরী আবহাওয়ায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনীয় শহর ওডেসায় তীব্র বৃষ্টিপাত এবং বন্যায় এক শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। বুধবার ইউক্রেনের রাজ্য জরুরি পরিষেবা জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৬২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া আরও খারাপ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার সকালে রাশিয়ার আক্রমণের একজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভের পুলিশ সদস্যরা জানিয়েছেন, রাতভর রাশিয়ার আক্রমণে এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি স্থানে আগুন লেগেছে। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুবভ বলেছেন, ছয়জনের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে যে অগ্নিনির্বাপক কর্মীরা বাজারের দোকানগুলোতে ছড়িয়ে...