ফ্যাশন ডিজাইনার হিসেবে বিপ্লব সাহাকে সবাই চেনেন। তবে একক কোনো পরিচয়ের ছকে বাঁধা যায় না তাঁকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী। ইদানীং তিনি নিয়মিত গানও গাইছেন। এরই মধ্যে দেশের অনেক জনপ্রিয় শিল্পীর সাথে তিনি গান গেয়ে প্রশংসা কুঁড়িয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যেও তিনটি গান গেয়েছেন তিনি। শিল্পীর দাবি, এ বছরের পূজোতেও বাজছে তার গানগুলো। বিভিন্ন সময় প্রকাশ হওয়া গান তিনটি হলো ‘পূজোর দিনে পূজোর রঙে’, ‘জয় দুর্গা মায়ের জয়’ ও ‘পূজোর ছুটি নেই’। তারমধ্যে ২০২০ সালে প্রকাশ হয় ‘পূজোর দিনে পূজোর রঙে’। বিপ্লব সাহা জানান, এই গানের মাধ্যমে পূজাবাড়ির আনন্দ-উল্লাস, আবেগ-অনুভূতি, পরিবারের সব বয়সী মানুষের ধর্মীয় ভাবাবেগ, সৃষ্টিকর্তার প্রতি আরাধনার বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে এক অনন্য শিল্পমাত্রায়। গানটির মিউজিক ভিডিও ধারণ করায় সহযোগিতা করেছে...