'কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই' গানের এই লাইন আমাদের মনে করিয়ে দেয় এক অন্যরকম সময়কে। একসময় কফি মানেই ছিল বন্ধুদের আড্ডা, গল্প আর তর্ক-বিতর্কে ভরা সকাল-বিকেল। পুরোনো কফি হাউসের কাঠের চেয়ার, সস্তা কিন্তু গরম কফির কাপ আর ঘণ্টার পর ঘণ্টা আলোচনায় কাটানো সময় সবকিছু মিলেই কফি হয়ে উঠত প্রয়োজনীয় অনুষঙ্গ। সময় বদলেছে, আড্ডার ধরনও পাল্টেছে। এখন আড্ডা কেবল বন্ধুদের সীমায় সীমাবদ্ধ নয়; বরং কফিকে ঘিরেই তৈরি হয় রোমান্টিক মুহূর্ত, পারিবারিক মিলনমেলা কিংবা একান্ত সময় কাটানোর পরিবেশ। শহরের ঝলমলে কফিশপগুলো আজ প্রেমিক-প্রেমিকার ডেট স্পট, আবার অনেকের কাছে দিনের চাপ কাটানোরও উপায়। তবে বাইরে গিয়ে কফি খাওয়া মানেই বাড়তি খরচ, ভিড় আর কোলাহল। অথচ চাইলে ঘরেই তৈরি করা যায় বাইরের মতোই রোমান্টিক কফি কর্নার। রোমান্টিক পরিবেশের শুরুটা অবশ্যই কফির কাপ...