০১ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সামরিক সরকারের অধীনে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না — এবং এটি সেখানকার সহিংসতা আরও তীব্র করবে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ভলকের তুর্ক এই সতর্কবার্তাটি কানাডার হ্যামিল্টনে এক অনুষ্ঠানে দিয়েছেন। মঙ্গলবার হ্যামিল্টনে দেওয়া বক্তব্যে ভলকের তুর্ক বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘাত এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সেনাবাহিনীর দীর্ঘ দিনের নিপীড়নকে সামনে রেখে তারা এই নির্বাচনকে যথার্থভাবে গ্রহণ করতে পারে না। তিনি সতর্ক করে বলেন, সামরিক সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হলে তা সহিংসতার নতুন অধ্যায় যোগ করবে এবং রোহিঙ্গাদের দুর্দশা কমবে না। তুর্ক তার বক্তব্যে স্মরণ করিয়েছেন, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর নির্মম অভিযানের ফলে প্রায়...