ঢাকা: সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। তবে সরবরাহ ঘাটতির কারণে গত ১০ সপ্তাহের মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসোলিনের দামও।বুধবার (১ অক্টোবর) বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৬.২৫ ডলার, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৬২.৬০ ডলার।প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি এমএমবিটিইউ ৩.৩৪ ডলারে পৌঁছেছে, যা এক সপ্তাহে বেড়েছে ৬.৪৯ শতাংশ। অন্যদিকে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ১.৯১ ডলার হলেও সপ্তাহ শেষে এতে ৪.৬২ শতাংশ হ্রাস পেয়েছে।বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়া এবং ওপেকপ্লাসের উৎপাদন বাড়ানোর সম্ভাবনা—এই দুইয়ের প্রভাবেই বাজারে এমন ওঠানামা দেখা যাচ্ছে।নিউজজি/এস আর ঢাকা: সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। তবে সরবরাহ...