মরক্কোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে। গত শনিবার থেকে অন্তত ১১টি শহরে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের ডাক দিয়েছে অজ্ঞাতপরিচয় এক যুব সমাজভিত্তিক সংগঠন ‘জেন-জি ২১২’। সোমবার রাবাতসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজনখানেক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে জনসমাবেশ ঠেকাতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু রাবাতেই ৬০ জনকে আটক করা হয়েছে। তবে কাসাব্লাঙ্কা, আগাদির, ওজদা ও মেকনেসসহ অন্যান্য শহর থেকেও গ্রেফতারের খবর পাওয়া যায়। আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেন-জিদের শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে স্লোগান দেন-‘জনগণের চাই স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা।’ একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর খবরে জনমনে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই জেনারেশন...