আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজহার-শফিক ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের বৈধতার বিষয়ে আইন-আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যাকারী, গুম-খুনের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে বিএনপি সোচ্চার।’ ডা. জাহিদ বলেন, ‘আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে...