ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৯১ জন আটকা রয়েছেন বলে সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আলজাজিরার। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজের সংখ্যা ৩৮ বলে জানিয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যায় সর্বশেষ আপটেডে ধ্বংস্তুপের নিচে ৯১ জন আটকা রয়েছেন বলে উল্লেখ করেছে।আরো পড়ুন:ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২ নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২ সংস্থাটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ছয়জন এখনও জীবিত আছেন, যেখানে তারা প্রায় দুই দিন ধরে আটকা পড়ে আছেন। বিএনপিবি ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, “জীবিতদের সরিয়ে নেওয়ার জন্য গর্ত ও খোলা জায়গা খনন করে ম্যানুয়ালি উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে আরো ধস নামতে পারে।” সংস্থাটি জানিয়েছে,...