বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে যদি ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়— এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বুধবার সকালে রাজধানীর কলাবাগান প্রধান সড়কে ঢাকা-১০ আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উদ্যোগে ‘দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আধুনিক পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের দাবি’ নিয়ে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার অসীম বলেন, যদি দেশের জনগণ বিএনপিকে সুযোগ দেয়, তাহলে ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা মূলত রাষ্ট্র মেরামত ও জনগণের কল্যাণের জন্য প্রণীত হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়ে সাধারণ জনগণের কাছে সুশাসন, ন্যায়বিচার, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।আরও পড়ুনআরও পড়ুন‘হাসিনার পতনের...