পাকিস্তানের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় এবং কিংবদন্তি কৌতুক অভিনেতা লাকি ডিয়ার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৬০ বছর বয়সে লাহোরের মায়ো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত আট মাস ধরে ফুসফুসের জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন এই গুণী শিল্পী। শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি কোমায় চলে যান এবং ধীরে ধীরে কিডনি, যকৃত ও পাকস্থলী অকার্যকর হয়ে পড়ে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লাহোরের বাঘবানপুরায় আসর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। চার দশকেরও বেশি সময় ধরে লাকি ডিয়ার হাস্যরসের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয়শৈলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অনবদ্য কমিক টাইমিং এবং স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স। বিশেষ করে লাহোরের মঞ্চ থিয়েটার ছিল...